আদালতে যাওয়ার আগে আইনজীবীদের সঙ্গে ট্রাম্পের পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

আদালতে হাজির হওয়ার আগে নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে আইনজীবীদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আদালতে হাজিরা দিতে সোমবার নিউইয়র্কে পৌঁছেছেন ট্রাম্প। মঙ্গলবার ম্যানহাটানের আদালতে হাজির হবেন তিনি। খবর ডয়চে ভেলের।

ফ্লোরিডা থেকে ব্যক্তিগত উড়োজাহাজে করে নিউইয়র্কে আসেন ট্রাম্প। বোয়িং–৭৫৭ মডেলের ওই উড়োজাহাজে লেখা তাঁর নামটি ছিল চোখে পড়ার মতো। আড়াই ঘণ্টা পর সেটি নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণ করে।

universel cardiac hospital

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে নির্বাচনের আগে পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। যৌন সম্পর্কের বিষয়টি গোপন রাখতেই এই তারকাকে ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ আসে। যদিও সেই পর্নো তারকার সঙ্গে সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন ট্রাম্প।

শেয়ার করুন