হিজাব না পরা নারীদের শনাক্তে ক্যামেরা বসাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

নারীদের হিজাব পরা নিয়ে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ইরান। কারা হিজাব পরছেন না, তা শনাক্ত করতে জনসমাগম হয় এমন স্থানগুলোয় ক্যামেরা বসাচ্ছে দেশটির সরকার। আজ শনিবার ইরান পুলিশ এ ঘোষণা দিয়েছে। খবর রয়টার্সের।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, হিজাব না পরা কোনো নারীকে শনাক্তের পর তাকে সতর্ক করতে একটি খুদে বার্তা পাঠানো হবে। ইরানের হিজাব আইনের বিরুদ্ধে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, তা ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ধরনের প্রতিবন্ধকতা দেশের আধ্যাত্মিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছে ও নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে।

গত বছরের সেপ্টেম্বরে হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে মাসা আমিনি (২২) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছিল ইরানের নীতি পুলিশ। পুলিশ হেফাজতেই তার মৃত্যু হয়। এর প্রতিবাদে ইরানের বিভিন্ন শহরে শুরু হয় তুমুল বিক্ষোভ। প্রতিবাদ জানাতে অনেক নারী হিজাব ছাড়া রাস্তায় নামেন। ওই বিক্ষোভ দমনে সহিংস পদক্ষেপ নিয়েছিল ইরান সরকার।

শেয়ার করুন