যুক্তরাষ্ট্রে সাত শতাধিক আত্মহত্যার ঘটনা বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, পূর্ণিমায় বা পূর্ণিমার কাছাকাছি সময়ে আত্মহত্যা বেড়ে যায়। এর কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন তারা। গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের মনোরোগবিজ্ঞানের গবেষকেরা।
গবেষকেরা দেখেছেন, যারা মদ্য পান করেন, যারা বিষণ্নতায় ভোগেন, পূর্ণিমার সময় তাদের আত্মহত্যার প্রবণতা বেশি। এই প্রবণতা তুলনামূলকভাবে বেশি দেখা যায় ৫৫ বছরের বেশি বয়সী মানুষের মধ্যে। গবেষকেরা এ–ও বলছেন, এসব আত্মহত্যা সবচেয়ে বেশি ঘটেছে সেপ্টেম্বরে।
তাদের গবেষণা প্রবন্ধ ৩ এপ্রিল চিকিৎসা সাময়িকী ডিসকভার মেন্টাল হেলথ–এর অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়েছে। প্রবন্ধে বলা হয়েছে, সময়টি যেহেতু শনাক্ত করা সম্ভব হয়েছে, সুতরাং পূর্ণিমার সময় আত্মহত্যার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিবিড় তত্ত্বাবধান করা উচিত।