২৩ দিনের ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খোলা থাকবে আবাসিক হল

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৩ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে ৬ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ ২৩ দিনের ছুটি থাকবে। তবে গত বছরের মতো এবারও খোলা থাকছে ১৭টি আবাসিক হল। কিন্তু বন্ধ থাকবে হলের ডাইনিংগুলো।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি ও প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক সৈয়দা নুসরাত জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র শবে কদর, মে দিবস ও বুদ্ধপূর্ণিমাসহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ১৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া ১৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

রোস্টার ডিউটির অফিস সময়সূচি হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এ ছাড়া আগামী ৪ মে পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও পরের দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ৭ মে থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলো বন্ধ রাখা হতো। তবে গত বছর পবিত্র ঈদুল আজহায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার করুন