জাপানে গভীর সাগরে বিধ্বস্ত হেলিকপ্টারের পাঁচ আরোহীর মরদেহ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের কয়েকটি টুকরারও খোঁজ পাওয়ার দাবি করেছে তারা। ৬ এপ্রিল থেকে হেলিকপ্টারটি নিখোঁজ ছিল।
সামরিক বাহিনীর বিধ্বস্ত এই হেলিকপ্টারে দুজন পাইলট, দুজন প্রকৌশলী ও ছয়জন ক্রু ছিলেন। হেলিকপ্টারটি নজরদারি মিশনে ছিল। খবর এএফপির।
৬ এপ্রিল জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওকিনাওয়া দ্বীপের কাছে মিয়াকোজিমায় জাপান সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে হেলিকপ্টারটির।
ঘটনাটিকে দেশটির গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্স (জিএসডিএফ) ‘উড়োজাহাজ দুর্ঘটনা’ বলে অভিহিত করে। ইউএইচ-৬০ ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টারটি প্রধানত সেনা পরিবহনে ব্যবহার হয়।