ঈদে রাজধানী ছেড়েছেন ৫৩ লাখ সিমধারী

নিজস্ব প্রতিবেদক

ট্রেনে ঈদযাত্রা
ফাইল ছবি

মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়ছেন মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে নিজ গ্রাম ও এলাকায় যাচ্ছেন তাঁরা। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫৩ লাখ ৫৪ হাজার ৮৩২ সিমধারী ঢাকা ছেড়েছেন।

শুক্রবার সন্ধ্যার দিকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

universel cardiac hospital

মন্ত্রী জানান, এই তিন দিনে ঢাকায় প্রবেশ করেছেন ১৯ লাখ ৫ হাজার ৯০২ সিমধারী। এসব সিম দেশের চারটি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের।

ঢাকা ছেড়ে যাওয়া সিমধারীদের মধ্যে গ্রামীণফোনের ১৭ লাখ ৪০ হাজার ১১৭, রবির ১৪ লাখ ৭৩ হাজার ৭২১, বাংলালিংকের ২০ লাখ ৫৯ হাজার ৮৫৭ ও টেলিটকের ৮১ হাজার ১৩৭ জন।

মন্ত্রী জানান, একই সময় গ্রামীণফোনের ৩ লাখ ৮৯ হাজার ২৮৩, রবির ২ লাখ ৫৬ হাজার ৩২, বাংলালিংকের ১২ লাখ ২৯ হাজার ৮২৩ ও টেলিটকের ৩০ হাজার ৭৬৪ জন সিমধারী ঢাকায় এসেছেন।

শেয়ার করুন