জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে হৃদযন্ত্রের অস্ত্রোপচার ১১ দিন ধরে বন্ধ

নিজস্ব প্রতিবেদক

নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) জীবাণুমুক্তকরণ এবং শীতাতপনিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের কিছু কারিগরি সমস্যার কারণে রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ১১ দিন ধরে হৃদযন্ত্রের অস্ত্রোপচার (কার্ডিয়াক সার্জারি) হচ্ছে না।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আইসিইউ আংশিক চালু আছে। আর বাকিগুলো সচল করার কাজ চলছে। অস্ত্রোপচার শিগগিরই শুরু হবে।

universel cardiac hospital

শুক্রবার জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, কার্ডিয়াক সার্জারি ইউনিট সুনসান। ছুটির দিনে হলেও আইসিইউতে অস্ত্রোপচারের রোগী থাকলেও তাদের স্বজনদের ইউনিটের বাইরে দেখা যায়। তবে শুক্রবার কাউকে দেখা গেল না। সেখানে কর্তব্যরত একজন আনসার সদস্য জানান, আইসিইউতে বর্তমানে রোগী আছেন একজন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের আগে থেকেই আইসিইউর এসি ঠিকমতো কাজ করছিল না; তাই অস্ত্রোপচার বন্ধ রাখা হয়েছে। কারণ, অস্ত্রোপচার করার পরপরই একজন রোগীকে কিছুদিন আইসিইউতে রাখতে হয়।

এই হাসপাতালে শয্যা আছে ১ হাজার ২৫০টি। হাসপাতালটিতে গড়ে দেড় হাজার করে রোগী ভর্তি থাকেন। হাসপাতালে কার্ডিয়াক সার্জারি ইউনিটে দিনে গড়ে সাতজন রোগীর অস্ত্রোপচার করা হয়।

ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান এ কে এম মনজুরুল আলম জানান, তারা সর্বশেষ ১৭ এপ্রিল অস্ত্রোপচার করেন। নিয়মিত অস্ত্রোপচারের রোগী রাখার জন্য এসব আইসিইউ নির্দিষ্ট সময় পরপর জীবাণুমুক্ত করতে হয়, নাহলে ইনফেকশন বেড়ে যায়। এ প্রক্রিয়ার জন্যই তারা ঈদের সময়কে বেছে নিয়েছেন।

শেয়ার করুন