রাজশাহী মহানগরের দামকুড়া থানার এক পুলিশ কনস্টেবল গোদাগাড়ী উপজেলায় এক তরুণকে তল্লাশির নামে ‘ছিনতাই’ করতে গিয়ে ধরা পড়েছেন। এ ঘটনায় ওই পুলিশ কনস্টেবলসহ তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার পুলিশ কনস্টেবল আবু হেনা মোস্তফা কামাল (৩১) রাজশাহী মহানগর পুলিশের দামকুড়া থানায় কর্মরত। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামে। তার সহযোগীর নাম মো. রাব্বী (২৭)। রাজশাহী মহানগরের রাজপাড়া থানার ভাটাপাড়া আপেল ডেকোরেটর মোড়ে তার বাড়ি।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম আজ দুপুরে বলেন, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাপাল এলাকায় বুলবুল আহম্মেদ (২৪) নামের এক তরুণকে তল্লাশি করছিলেন আবু হেনা ও রাব্বী। এ সময় তারা বুলবুলের মুঠোফোন কেড়ে নিচ্ছিলেন। বুলবুল পরিচয় জানতে চাইলে আবু হেনা জানান, তিনি র্যাবের লোক। এ সময় বুলবুল পরিচয়পত্র দেখতে চাইলে আবু হেনা ও রাব্বী তাকে মারধর শুরু করেন।