ইসরায়েলে বন্দিদশায় অনশনে ফিলিস্তিনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলে কারাগারে অনশনরত অবস্থায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের জ্যেষ্ঠ সদস্য খাদের আদনানের মৃত্যু হয়েছে। তিনি প্রায় তিন মাস ধরে অনশন করছিলেন। আজ মঙ্গলবার তিনি মারা যান। খবর আল-জাজিরার।

এর আগে তথাকথিত প্রশাসনিক আটকাদেশের অধীনে ২০১৫ সালে তাকে গ্রেপ্তার হয়েছিল। এর প্রতিবাদে তিনি সে সময় ৫৫ দিন অনশন করেছিলেন। এই আইনে সন্দেহভাজন কাউকে আটক করে বিনা বিচারে রাখা হয়।

universel cardiac hospital

আদনানের মৃত্যুতে ইসলামিক জিহাদ বলেছে, ইসরায়েলকে এই অপরাধের জন্য মূল্য দিতে হবে। গ্রুপটি এক বিবৃতিতে বলেছে, স্বাধীন বীর খাদের আদনান বিশ্বের সামনে শত্রুদের অপরাধের শিকার হয়ে শহীদ হয়েছেন।

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী কমিটির সেক্রেটারি জেনারেল হুসেইন আল-শেইখ আদনানের মৃত্যুর জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে ‘সম্পূর্ণ দায়ী’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আদনানকে ‘জোরপূর্বক আটক’ করা হয়েছে।

শেয়ার করুন