যুক্তরাষ্ট্র বলেছে, এখন কোয়াড জোটে নতুন সদস্য যুক্ত করার কোনো পরিকল্পনা নেই। আজ মঙ্গলবার এনডিটিভির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ায় কোয়াড জোটের নেতাদের শীর্ষ সম্মেলনের আগে গতকাল সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা বলা হয়।
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত—এই চার দেশের জোট কোয়াড। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৪ মে জোটের শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন। অস্ট্রেলিয়ায় সিডনিতে এ সম্মেলন হবে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে গতকাল তাঁর নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, কোয়াড দুই বছর আগে প্রতিষ্ঠিত হয়। কোয়াড এখনো তুলনামূলকভাবে একটি নতুন অংশীদারত্ব। এ সময়ে কোয়াডে নতুন সদস্য নেওয়ার কোনো পরিকল্পনা নেই। কোয়াডের সদস্যরা আপাতত জোটের শক্তি-সামর্থ্যের দিকগুলো সুদৃঢ় করার ব্যাপারে মনোযোগী হতে সম্মত হয়েছে।