ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে পাকিস্তানে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে ‘বিক্ষুব্ধ জনতা’। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের এক সমাবেশে এ ঘটনা ঘটে বলে রোববার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর এএফপির।

গতকাল শনিবার দেশটির উত্তর–পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার মারদান শহরের সাওয়াল ধের এলাকায় ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার এ ঘটনা ঘটে। আফগানিস্তান সীমান্তবর্তী এ প্রদেশটি ‘অতি রক্ষণশীল’ হিসেবে পরিচিত।

পুলিশ জানিয়েছে, গণপিটুনিতে নিহত ওই ব্যক্তির নাম নিগার আলম। ইমরান খানের দল পাকিস্তান–তেহরিক–ইনসাফ এর সমাবেশ শেষে মোনাজাতের কথা বলা হয় তাকে। কিন্ত এ নিয়ে নিগার আলমের মন্তব্য উপস্থিত জনতাকে ক্ষুব্ধ করে। এই পরিস্থিতিতে ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে ‘ক্ষুব্ধ জনতা’ একজন আত্মীয়ের বাড়িতে তাকে খুঁজে পায়।

জেলা পুলিশপ্রধান নাজিব–উর–রহমান বলেন, ‘ক্ষুব্ধ জনতার’ মধ্যে কয়েক জন সীমানাপ্রাচীর টপকে বাড়িতে ঢোকেন। এরপর নিগার আলমকে লাঠি–সোঁটা দিয়ে পেটাতে শুরু করেন। খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন। কিন্ত লোকজন এত ‘ক্ষুব্ধ’ ছিল যে তাদের আটকানো পুলিশের জন্য কঠিন ছিল। একপর্যায়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।

শেয়ার করুন