ভারতের কর্ণাটকে আক্ষরিক অর্থে লড়াইটা দাঁড়িয়েছিল নরেন্দ্র মোদির বিরুদ্ধে কংগ্রেসের। সেই লড়াইয়ে জয়ী হয়ে দক্ষিণ ভারতকে বিজেপিমুক্ত করে দিল কংগ্রেস। বিজেপিকে পর্যুদস্ত করে একাই সরকার গড়তে যাচ্ছে তারা। খবর এনডিটিভির।
২২৪ আসনের বিধানসভায় ইতিমধ্যে কংগ্রেস জিতেছে ১৩২ আসনে, এগিয়ে ৪ আসনে। অন্যদিকে বিজেপি জিতেছে ৬৩ আসনে, এগিয়ে আছে ২টিতে। জেডিএস জয়ী হয়েছে ১৯টি আসন। স্বতন্ত্র ও স্থানীয় দলের ৪ জন প্রার্থী জিতেছেন।
নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, আগেরবারের তুলনায় কংগ্রেস এবার ৫ শতাংশ বেশি ভোট পেয়েছে। কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার ৪৩ শতাংশ। তুলনায় বিজেপি ৩৬ ও জেডিএস সাড়ে ১৩ শতাংশ ভোট পেয়েছে।
আগামীকাল রোববার কংগ্রেসের জয়ী বিধায়কদের বৈঠক ডাকা হয়েছে রাজধানী বেঙ্গালুরুতে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ কেন্দ্রীয় নেতা, পর্যবেক্ষকেরা নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে কথা বলে পরিষদীয় নেতা কে হবেন, তা ঠিক করবেন।