আরও আট দেশ আমন্ত্রণ পেল জি-৭ সম্মেলনে

মত ও পথ ডেস্ক

জি-৭ শীর্ষ সম্মেলনে সদস্য দেশের নেতারা। ছবি : বিবিসি

এ বছর জি-৭ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে আরও আটটি দেশ। ফলে বিশ্বের ১৫টি দেশ এই সম্মেলন অংশ নিচ্ছে।

আয়োজক দেশ জাপান আমন্ত্রণ তালিকা আরও বড় করেছে। তিনি অস্ট্রেলিয়া, ভারত, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধি হিসেবে কোমোরোস এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের প্রতিনিধি হিসেবে কুক দ্বীপপুঞ্জকে আমন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং ইন্দো প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক শক্তি বাড়ানোর প্রতিক্রিয়া হিসেবে সম্মেলনের আয়োজক দেশ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার লক্ষ্য যুক্তফ্রন্ট গঠন।  

তবে সদস্য দেশের বাইরে আমন্ত্রণ পাওয়া অতিরিক্ত অতিথিরা সেই লক্ষ্য অর্জন আরও কঠিন করে তুলতে পারে। কারণ এসব অনেক দেশের সঙ্গে রাশিয়া ও চীনের জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।

জাপানের হিরোশিমায় শুক্রবার বসেছে এই সম্মেলন। তিনদিনের এই সম্মেলেন চলবে রোববার পর্যন্ত। বিশ্বের সাত ধনী রাষ্ট্রের শীর্ষ নেতারা বার্ষিক এ বৈঠকে মিলিত হচ্ছেন। জাপান এই সম্মেলনের আয়োজক।

দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জোটের নেতাদের স্বাগত জানান। 

শেয়ার করুন