ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিদ্দারামাইয়া। আর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন রাজ্য কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার। বেঙ্গালুরুর কান্তিরভা স্টেডিয়ামে স্থানীয় সময় আজ শনিবার দুপুরে তারা শপথ নেন। খবর এনডিটিভির।
একই স্টেডিয়ামে ২০১৩ সালে প্রথমবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়া শপথ নিয়েছিলেন। এখন তিনি দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন।
বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলোর ঐক্য দেখানোর অংশ হিসেবে শপথ অনুষ্ঠানে এম কে স্টালিন, ডি রাজা, নীতীশ কুমার, মেহবুবা মুফতি, শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহ ও কমল হাসান উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভার সদস্যরাও আজ শপথ নেন।
কর্ণাটকে বিজেপিকে হারিয়ে বিপুলভাবে জয়ী হয়েছে কংগ্রেস। ২২৪ সদস্যের বিধানসভা ভোটে কংগ্রেস ১৩৫ আসন পেয়েছে। বিজেপি পেয়েছে ৬৬ আসন।