শিগগিরই স্থায়ী ক্যাম্পাসে দৃশ্যমান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

পাচঁ একর জায়গা নিয়ে গড়ে উঠবে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের (ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া) নতুন ক্যাম্পাস। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য জমি ক্রয় করা হয়েছে।

গত ২২ মে জমি রেজিষ্ট্রেশনসহ সম্পন্ন হয়েছে সকল আনুষ্ঠানিকতা।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমরাইলকান্দি শেখ হাসিনা সড়কের পাশে পাঁ, একর জায়গাতে সর্বাধুনিক অবকাঠামো নির্মাণ এবং সকল প্রকার আধুনিক সুযোগ-সুবিধাসহ প্রাকৃতিক মনোরম পরিবেশে শিগগিরই দৃশ্যমান হবে জেলার একমাত্র বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাস।

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ফাহিমা খাতুনের আন্তরিক প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়টি পৌছেঁ যাচ্ছে তার অভীষ্ট লক্ষ্যে।

শেয়ার করুন