মণিপুর সংকট ১৫ দিনের মধ্যে সমাধানের প্রতিশ্রুতি অমিত শাহর

আন্তর্জাতিক ডেস্ক

অমিত শাহ
অমিত শাহ। ছবি: পিটিআই

আগামী ১৫ দিনের মধ্যে মণিপুর সংকটের ‘গ্রহণযোগ্য’ সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। মণিপুর সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার এ প্রতিশ্রুতি দেন। খবর এনডিটিভির। মঙ্গলবার রাজ্যের দক্ষিণের জেলা চূড়াচাঁদপুরে উপজাতি গোষ্ঠী আইটিএলএফের নেতাদের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আইটিএলএফের মুখপাত্র গিঞ্জা ভুয়ালজং বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ১৫ দিন শান্তি বজায় রাখার অনুরোধ করেছেন। এর মধ্যে একটি শান্তি রক্ষা কমিটি গঠন করা হবে, যাতে করে রাজ্যে চলমান সংকটের একটি স্থায়ী রাজনৈতিক সমাধান বের করা যায়। মণিপুরে উপজাতি নয়, এমন সম্প্রদায় মেইতেইদের সঙ্গে কুকিসহ অন্যান্য জনগোষ্ঠীর লড়াইয়ে প্রায় এক মাসে অন্তত ১০৮ জনের মৃত্যুর পর সোমবার তিন দিনের সফরে রাজ্যে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

universel cardiac hospital

অমিত শাহ মঙ্গলবার প্রথমে মণিপুরের রাজধানী ইম্ফলে মেইতেই সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি হেলিকপ্টারে করে ইম্ফল থেকে চূড়াচাঁদপুরে যান। এ সময় অমিত শাহর সঙ্গে ছিলেন ভারতের স্বরাষ্ট্রসচিব এবং অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগের প্রধান।

শেয়ার করুন