পার্লামেন্টের কাছে রুশ দূতাবাস নিয়ে অস্ট্রেলিয়ার ভয়

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি বলেছেন, দেশটির পার্লামেন্টের কাছে রাশিয়ার নতুন দূতাবাস তাঁর সরকার হতে দেবে না। এতো কাছে রুশ দূতাবাস নির্মাণ হলে সেটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে অস্ট্রেলিয়ার সরকার। খবর এএফপির।

রাজধানী ক্যানবেরায় পার্লামেন্ট হাউসের কাছে নতুন দূতাবাস নির্মাণের জন্য জমি ইজারা নিয়েছে রাশিয়ার সরকার। ২০০৮ সালে এই ইজারা চুক্তি হয়। ইজারা চুক্তি বাতিলের জন্য অস্ট্রেলিয়া সরকার চেষ্টা করছে।

universel cardiac hospital

অন্যান্য আইনি প্রক্রিয়া ব্যর্থ হলে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য দূতাবাস বন্ধে নতুন আইন প্রণয়ন করা হবে বলেও মন্তব্য করেন অ্যালবানিজি। তিনি সাংবাদিকদের বলেন, পার্লামেন্ট ভবনের এতো কাছে রুশ দূতাবাস হলে সেটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে। সরকারের কাছে এ বিষয়ে স্পষ্ট বার্তা রয়েছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নীল বলেন, ক্যানবেরায় প্রস্তাবিত রাশিয়ার দ্বিতীয় দূতাবাসটির প্রধান সমস্যা হলো এর অবস্থান। কারণ, এটি সরাসরি পার্লামেন্ট–সংলগ্ন।

শেয়ার করুন