চ্যাটজিপিটি অ্যাকাউন্টও হ্যাক হচ্ছে

মত ও পথ ডেস্ক

মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তাপ্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। আর তাই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা চ্যাটজিপিটি অ্যাকাউন্ট ব্যবহারকারীদের তথ্য চুরি করতে সাইবার হামলা চালাচ্ছে একদল হ্যাকার। এরই মধ্যে সাইবার হামলা চালিয়ে এক লাখেরও বেশি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক করেছে তারা। ফলে বিশ্বজুড়ে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপত্তাঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান গ্রুপ আইবি।

গ্রুপ আইবির তথ্যমতে, সাইবার হামলা এবং অনলাইন জালিয়াতির মাধ্যমে ১ লাখ ১ হাজার ১৩৪টি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক করেছে হ্যাকাররা। এর ফলে অ্যাকাউন্টগুলোর ব্যবহারকারীদের ব্যাংকের তথ্য, ই–মেইল, পাসওয়ার্ড ও ফোন নম্বর নিরাপত্তাঝুঁকিতে রয়েছে। শুধু তা–ই নয়, তথ্যগুলো কাজে লাগিয়ে ফিশিং হামলাও চালাতে পারে হ্যাকাররা। খবর ইন্ডিয়া টুডের।

universel cardiac hospital

এক ব্লগ বার্তায় গ্রুপ আইবি জানিয়েছে, ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিতে ‘ইনফো-স্টিলিং’ ম্যালওয়ার ব্যবহার করেছে হ্যাকাররা। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের ভুয়া লিংকের মাধ্যমে ম্যালওয়্যারটি ব্যবহারকারীদের কম্পিউটার ও ফোনে প্রবেশ করেই ব্রাউজারে থাকা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসওয়ার্ডসহ ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস গোপনে সংগ্রহ করে। সংগ্রহ করা তথ্য দূরে থাকা হ্যাকারদের নিয়মিত পাঠাতেও পারে ম্যালওয়্যারটি।

এশিয়া প্রশান্ত অঞ্চলের বিভিন্ন দেশগুলোর চ্যাটজিপিটি ব্যবহারকারীদের লক্ষ্য করেই এ ধরনের সাইবার হামলা সবচেয়ে বেশি হচ্ছে। এ অঞ্চলের প্রায় ৪০ শতাংশ চ্যাটজিপিটি অ্যাকাউন্ট এরই মধ্যে সাইবার হামলার শিকার হয়েছে। তাই চ্যাটজিপিটি ব্যবহারকারীদের পাসওয়ার্ড হালনাগাদের পাশাপাশি একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার না করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন