বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই ম্যাচ জয়ের পর বড় ধাক্কা খেলো ওমান। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৯৮ রানে গুটিয়ে ১০ উইকেটে হেরেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে গেছে শ্রীলঙ্কা, দুইয়ে ওমান।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে শুক্রবার টস জিতে ওমানকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। ২০ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমত কোণঠাসা হয়ে পড়ে ওমান। জতিন্দর সিং আর আয়ান খান এরপর বড় লজ্জা থেকে বাঁচান দলকে।
জতিন্দর ৪৩ বলে ২১ আর আয়ান ৬০ বলে করেন ৪১ রান। দশ নম্বর ব্যাটার ফায়াজ বাট ১৩ রানে অপরাজিত থাকেন। ৩০.২ ওভারে ৯৮ রানে অলআউট হয় ওমান।
শ্রীলঙ্কার লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা মাত্র ১৩ রান দিয়ে একাই নেন ৫টি উইকেট। ৩ উইকেট শিকার পেসার লাহিরু কুমারার।
জবাব দিতে নেমে একদমই কষ্ট করতে হয়নি শ্রীলঙ্কার। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা আর দিমুথ করুনারত্নে ১৫ ওভারে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। নিশাঙ্কা ৩৯ বলে ৫ বাউন্ডারিতে ৩৭ আর করুনারত্নে ৫১ বলে ৮ চারে ৬১ রানে অপরাজিত থাকেন।