ফ্রান্সের একটি তল্লাশিচৌকিতে কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় দেশটিতে আজ শনিবার চতুর্থদিনের মতো বিক্ষোভ হয়েছে। দেশজুড়ে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জার্মানির রাষ্ট্রীয় সফর স্থগিত করেছেন। খবর ডয়েচে ভেলের।
এর আগে পেনশন সংস্কারের বিরুদ্ধে ফ্রান্সে বিক্ষোভের কারণে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের প্যারিস সফর পিছিয়ে যায়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশটিতে উচ্চ পর্যায়ের কোনো সফর স্থগিত করতে বাধ্য হলো।
নাম প্রকাশে অনিচ্ছুক ম্যাক্রোঁর একজন সহযোগী বলেন, একটি রাষ্ট্রীয় সফর বন্ধুত্বপূর্ণ সফর, এটি সম্পূর্ণরূপে আনুষ্ঠানিক। সফরের জন্য আরও ভালো সময় পাওয়া যাবে। কিন্তু ফ্রান্সে এখন অস্থিরতা চলছে। এই সময়গুলোতে প্যারিসে থাকা গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, গত মঙ্গলবার দেশটির রাজধানী প্যারিসের শহরতলির নতেঁর একটি তল্লাশিচৌকিতে নেহাল (১৭) নামে এক কিশোরকে গুলি করে হত্যা করেন এক পুলিশ কর্মকর্তা। এরপর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে অবশ্য ওই পুলিশ কর্মকর্তা তার আইনজীবীর মাধ্যমে নেহালের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী লরেন-ফ্রাঙ্ক লিওনার্দ।