ইউক্রেনে পোল্যান্ড-পর্তুগালের দেওয়া সব লেপার্ড ট্যাংক ধ্বংস: দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

লেপার্ড-২৪এ ট্যাংক। ছবি : রয়টার্স

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সোমবার (৩ জুলাই) দাবি করেছেন, রাশিয়ান বাহিনী জার্মানির তৈরি ১৬টি লেপার্ড ট্যাংক বা প্রকৃতপক্ষে কিয়েভে পোল্যান্ড ও পর্তুগালের সরবরাহ করা ট্যাংকের ১০০ শতাংশ ধ্বংস করেছে।

শোইগুকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস বলেছে, দক্ষিণ দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও দোনেৎস্কে, যেখানে ইউক্রেন ব্যর্থ আক্রমণ চালাচ্ছে, সেখানে রাশিয়ান বাহিনী ১৬টি লেপার্ড ট্যাংকসহ ১৫টি বিমান, তিনটি হেলিকপ্টার এবং ৯২০টি বর্ম ধ্বংস করেছে। যা আসলে পোল্যান্ড ও পর্তুগালের সরবরাহ করা এ ধরনের ট্যাংকের ১০০ শতাংশ।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, রাশিয়ার সশস্ত্র বাহিনী কার্যকরভাবে গুলি চালিয়ে শত্রুর ক্ষতি সাধন করে চলেছে, যা তাদের আক্রমণাত্মক সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে।

পোল্যান্ড মার্চে বলেছিল, তারা ফেব্রুয়ারির শুরুতে চারটি সরবরাহ করার পর ইউক্রেনে জার্মানির তৈরি অতিরিক্ত ১০টি লেপার্ড-২এ৪ ট্যাংক সরবরাহ করেছে। এ ছাড়াও মার্চ মাসে পর্তুগাল বলেছিল, জার্মানির তৈরি তিনটি লেপার্ড-২এ৪ ট্যাংক ইউক্রেনে বিতরণ করা হয়েছে।

জুন মাসে ইউক্রেন রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণাত্মক যুদ্ধে তার স্থল বাহিনীকে সাহায্যের জন্য জার্মানির কাছ থেকে আরো লেপার্ড ট্যাংকের অনুরোধ করেছিল। এর আগে মস্কো বলেছিল, তারা কিয়েভের অন্তত এক ডজন ট্যাংক ধ্বংস করেছে।

সেই মাসের শেষের দিকে ডেনমার্ক ও নেদারল্যান্ডস ইউক্রেনের জন্য ১৪টি লেপার্ড ট্যাংক কিনেছিল, যা ২০২৪ সালের জানুয়ারিতে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : আল অ্যারাবিয়া

শেয়ার করুন