ঢাকায় এসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। আসন্ন সংসদ নির্বাচনে ইইউ থেকে পর্যবেক্ষক দল পাঠানো হবে কিনা, সেই পরিস্থিতি পর্যালোচনা করে দেখবে দলটি। আজ শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেন প্রতিনিধি দলের দুই সদস্য। আসার কথা রয়েছে আরও চারজনের। তবে প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেনি ঢাকাস্থ ইইউ দূতাবাস।
নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইইউর ছয় সদস্যের পর্যবেক্ষক দলটি ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে থাকবে। ইইউ দূতাবাসের একটি সূত্র জানায়, এ প্রতিনিধি দলের মূল কাজ হবে ইইউর পর্যবেক্ষকদের কর্মপরিধি, পরিকল্পনা, তাদের জন্য বাজেট, প্রয়োজনীয় সরঞ্জাম, নিরাপত্তা ইত্যাদি মূল্যায়ন করা। ব্রাসেলস ফিরে গিয়ে তারা একটি প্রতিবেদন দেবেন।
ইইউর প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলটি বাংলাদেশে পর্যবেক্ষকদের নিরাপত্তা এবং অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনের পরিবেশ খতিয়ে দেখবে। ২০১৪ সালের সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইইউ। তবে ২০১৮ সালের সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য নির্বাচন কমিশন আমন্ত্রণ জানালে ইইউ পর্যবেক্ষক না পাঠিয়ে দু’জন বিশেষজ্ঞ পাঠায়।