যারা নির্বাচন প্রতিহতের কথা বলছেন, তাদের তালিকা হচ্ছে: সালমান

নিজস্ব প্রতিবেদক

যারা নির্বাচন প্রতিহতের কথা বলছেন, তাদের তালিকা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
তিনি বলেন, আপনারা নির্বাচনে অংশ না নিতে চাইলে সেটি আপনাদের ব্যাপার। কিন্তু নির্বাচন বন্ধ করার, নির্বাচন হতে দেবেন না বলার শক্তি আপনাদের নেই। যদি আপনারা সেই পথে হাঁটেন, তাহলে যতগুলো নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, সেটি আপনাদের বিরুদ্ধে বাস্তবায়ন হবে।

তিনি বলেন, মার্কিন সরকার বলছে, যারা নির্বাচনে বাধা দেবে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হবে। তাই যারা এ কথা বলছেন, তাদের তালিকা করা হচ্ছে, সেটি মার্কিন সরকারকে দেওয়া হবে, যাতে তাদের ভিসা বাতিল করা হয়। আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, বিএনপি যতই নির্বাচন বর্জনের কথা বলুক না কেন, তারা ঠিকই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এটা নিয়ে চিন্তার কিছু নেই। আমাদের কাজ, সংগঠনকে শক্তিশালী এবং নির্বাচনের জন্য কাজ করা। নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহের বিষয়ে তিনি বলেন, বিদেশিরা কী চায়? তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের বেস্ট প্রক্রিয়া হচ্ছে ইভিএম। ইতোমধ্যে এটি প্রমাণিত হয়েছে। বিএনপি বললো, এটা তারা মানে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘ঠিক আছে ইভিএম বাদ দেব। কিন্তু নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। সেটি হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী। শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচনকালীন সরকারের অধীনে। ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাচ্ছে। আরও আসবে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আজ বিরোধীরা নানা কথা বলছেন। শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার কথা বলছেন। এর আগেও অনেকগুলো তারিখ দিয়েছেন। কিন্তু কিছুই হয়নি। এখন তারা স্যোসাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার করছে, যেটি তাদের দুর্বলতার একটি পরিচয়। তারা যখন দেখছেন গণতান্ত্রিকভাবে শেখ হাসিনাকে মোকাবিলা করতে পারছেন না, তখন এমন প্রচার শুরু করেছেন।

শেয়ার করুন