জবাব দেওয়ার মতো পর্যাপ্ত গুচ্ছবোমা আছে রাশিয়ার: হুঁশিয়ারি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক

ভ্লাদিমির পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

ক্লাস্টার বোমা তথা গুচ্ছবোমা ব্যবহারের বিষয়ে ইউক্রেনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ রোববার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেন যদি গুচ্ছবোমা ব্যবহার করে, তাহলে জবাব দেওয়ার মতো দেশটির হাতে পর্যাপ্ত গুচ্ছবোমা আছে। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের দেওয়া গুচ্ছবোমা হাতে পেতে শুরু করেছে ইউক্রেন। তবে অবিস্ফোরিত বোমায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঝুঁকি থাকায় যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে উদ্বেগের সৃষ্টি হয়েছে। দেশটির মিত্ররাও এ সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছে। ১২০টির বেশি দেশে এই অস্ত্র নিষিদ্ধ।

পুতিন বলেন, বিভিন্ন ধরনের গুচ্ছবোমার পর্যাপ্ত মজুত রাশিয়ার আছে। যদি তারা আমাদের বিরুদ্ধে এ ধরনের অস্ত্র ব্যবহার করে, তাহলে জবাব দেওয়ার অধিকার আমরা রাখি। রাশিয়ার প্রেসিডেন্ট আরও দাবি করেন, একটা পর্যায়ে কিছু অস্ত্রের স্বল্পতা তৈরি হলেও এখন পর্যন্ত ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে গুচ্ছবোমা ব্যবহার করেনি রুশ বাহিনী।

অবশ্য যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ও ইউক্রেনীয় বাহিনী দাবি করে আসছে, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইতিমধ্যে গুচ্ছবোমা ব্যবহার করেছে রাশিয়া

শেয়ার করুন