মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

সম্মেলনের প্রায় আট মাস পর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে মহিলা আওয়ামী লীগ। একইসঙ্গে উপদেষ্টা কমিটিও ঘোষণা করেছে আওয়ামী লীগের অন্যতম এই সহযোগী সংগঠন। রোববার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুমোদনের পর এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটিতে অনুমোদন দেন।

২০২২ সালের ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগের সর্বশেষ ষষ্ঠ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের সভাপতি নির্বাচিত হন মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন শবনম জাহান শিলা। পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে আগের কমিটি থেকে তেমন বড় কোনো পরিবর্তন আনা হয়নি। বিদায়ী কমিটির নেতাদের বেশিরভাগই এবারের কমিটিতে স্থান পেয়েছেন। কারও কারও পদোন্নতিও হয়েছে। তবে কমিটির আকার আগের ১৫১ সদস্য থেকে বাড়িয়ে ১৭১ সদস্যবিশিষ্ট করা হয়েছে।

কয়েকটি পদ শূন্য রেখে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে ২৪ জন সহসভাপতি, ৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও আটজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। এছাড়া ২৩ জন সম্পাদকমণ্ডলীর সদস্যের মধ্যে ২০ জন এবং ১০৬ জন সদস্যের মধ্যে ১০২ জনের নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনে নতুন করে উপদেষ্টা কমিটি যুক্ত করা হয়েছে। ১৭ সদস্যে উপদেষ্টা কমিটির মধ্যে ১৪ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকি তিনটি পদ শূন্য রয়েছে।

নতুন কমিটি বিশ্লেষণ করে দেখা গেছে, মৃত্যুজনিত কারণে গত কমিটি থেকে যারা বাদ পড়ছেন, তাদের জায়গায় নতুন মুখ হিসেবে ছাত্রলীগ ও যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন থেকে নারীনেত্রীদের পদায়ন করা হয়েছে। বয়স্ক কিংবা শারীরিকভাবে অসুস্থদের উপদেষ্টা কমিটিতে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, সম্মেলনের ৪৫ দিনের মধ্যে দলের যে কোনো পর্যায়ের কমিটি পূর্ণাঙ্গ করতে হবে। প্রায় আট মাস পরে মহিলা আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটিতে যারা রয়েছেন- সভাপতি মেহের আফরোজ চুমকি, সহসভাপতি শিরীন নাঈম পুনম, নাসিমা ফেরদৌস, ইয়াসমিন হোসেন, আসমা জেরিন ঝুমু, আনোয়ারা শাজাহান, রোকেয়া বেগম, ফারহানা ডলি, আজিজা খানম কেয়া, জান্নাতুল বাকিয়া, বনশ্রী বিশবাস স্মৃতিকনা, কামরুন্নেসা মান্নান, আলেয়া পারভীন রঞ্জু, খাদিজা শেফালী, শিখা চক্রবর্তী, ফরিদা রেজা, আফরোজা হাসমত, কোহিনুর বেগম, ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা, দিলরুবা জামান শেলী, সোহেলা পারভীন রানু, নাজমা হোসেন, মোর্সেদা লিপি, তাহামিনা খাতুন শিলু।

সাধারণ সম্পাদক হলেন শবনম জাহান শীলা। যুগ্ম সাধারণ সম্পাদক- শিরীন রোকসানা, মিনা মালেক, সুলতানা রাজিয়া পান্না, আনার কলি পুতুল, রোজিনা নাসরিন রোজি, নাসরিন সুলতানা, নীলিমা আক্তার লিলি, নারগিস রহমান। সাংগঠনিক সম্পাদক- সোহাইলা আফসানা ইকো, আদিবা আঞ্জুম মিতা, রাজিয়া মোস্তফা, মরিয়ম বিন্তে খেয়া, লিপি বেগম, সামসুন্নাহার রত্না, দিপীকা সমাদ্দার।

প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহের নিগার তন্ময়, ত্রাণ সম্পাদক গোলেন তাজ রুবি, শিক্ষা সম্পাদক সাজেদা সুরাত, সংস্কৃতিবিষয়ক সম্পাদক উর্মিলা শ্রাবন্তিকর, ত্রাণবিষয়ক সম্পাদক ডা. সেলিনা আক্তার, কৃষি সম্পাদক দিলারা মোস্তফা, সমবায় সম্পাদক রেবেকা সুলতানা, শ্রম সম্পাদক শাহানাজ হাবিব, তথ্য ও গবেষণা সম্পাদক ড. জেবুন নাহার, আইন সম্পাদক সীমা করিম, মা ও শিশুবিষয়ক সম্পাদক আমরিন রাখি, কোষাধ্যক্ষ তাহেরা পারভীন, মুক্তিযু্রবিষয়ক সম্পাদক তাহমিনা খানম, আন্তর্জাতিক সম্পাদক সুলতানা আফরোজ, ধর্ম সম্পাদক হাসিনা আলম বেবী, বন ও পরিবেশ সম্পাদক আনজুমানারা আয়না, সহপ্রচার সম্পাদক নাসরিন সুলতানা, সহদপ্তর সম্পাদক তন্দ্রা রায়, সহআইন সম্পাদক বি এম. লিপি আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জেসমিন।

সদস্যরা হলেন- কানিজ ফাতেমা, চেমন আরা, কাজী কানিজ সুলতানা হেলেন, সুলতানা নাদিরা, শাহাদারা মান্নান, খালেদা আক্তার, ফেরদৌসি ইসলাম, রত্না আহমেদ, সালমা চৌধুরী রুমা, নাদিরা পারভীন জলি, বাসন্তি চাকমা, ইসমেয়ারা হানিফ, সুরাইয়া বেগম ইভা, ইসমত আরা হ্যাপী, মেহ্‌জাবীন আলী রুমকি, নাজমা আফরীন সুমনা, লিপি আজাদ, শওকত আরা বেগম হেনা, মালিহা জামান মালা, বেবী বড়ুয়া, ফেরদৌসী খানম ইলি, ড. শিরিন বেগম, ইফফাত আরা কামাল, নাজনীন নাহার কনা।

আরো আছেন নাসিমা আক্তার রুবেল, খুরশিদা বেবী হেনা, নাজমা বেগম, নেজবাহার, ফরিদা ইয়াসমিন, রাজিয়া আমির, শরিফা খানম, পারুল আক্তার, আঞ্জুমানারা বেগম, অজিফা খানম, সাবেরা বেগম, সাহেদা তারেখ, হাসিনা বারি চৌধুরী, পারুল বেগম, মায়া আকরাম, সাবিনা সুলতানা, আঞ্জুমান আরা বেগম বন্যা, আমাতুর নুর শিনী, শিরিন গাফ্‌ফার, লতিফা পারভীন লেবী, বিলকিস বেগম, গীতা রানী বিশবাস, মোহসেনা খানম, জয়নব বেগম জলি, মিনু রহমান (কাউন্সিলর), ফেরদৌসী আলী রুবী, আয়েশা সিদ্দিকা জেবীন, আফসানা ফেরদৌস কেকা, ডা. মলিক্কা রহমান রুনী, সোহানী হাসান তিথী, মরিয়ম আক্তার রিনা, পারভিন আক্তার, উম্মে লাবনি, ফারজানা ইসলাম, পারভীন খায়ের, মোস্তারী মোর্শেদা স্মৃতি, শাহানা পারভীন, এ.কে. দিলখুশা প্রধান বিপ্লবী, মনোয়ারা বেগম তামান্না, তাহেরা ফেরদৌস জেনিফার, মাহবুবা শাহরীন তায়েব, আনোয়ারা খাতুন, ড্যানিস ইসলাম, নারগিস মাহাতাব, মেহের নাজ নাহিন, ফারহানা ফেরদৌস।

আরও রয়েছেন- জাকিয়া সৃজনী, নিহারীকা পারভীন, সামসুনাহার শিনী, স্বপ্না, কন্না মারিয়া ফলিয়া, রিজিয়া নাদভী, সাবিনা সুলতানা, লাভলী রহমান, নিলুফার আলম, পারভীন আক্তার, কুলসুম আরা শিনী জ্যোতি, নাজমুন নাহার সীমা, লায়লা পারভীন, শাহানা পারভীন, সরাফত বানু বিউটি, স্মৃতিকনা বিশবাস, খালেদা বিউটি বাহার, কোহিনুর বেগম, ফাতেমা জোহরা রানি, বিউটি পারভীন, মাকসুদা নুর, সাবিনা ইয়াসমিন, কাজী রুহিয়া বেগম হাসী, তানজিনা কামাল দেওয়ান, আকলিমা জাহান, তাহমিনা ইয়াসমিন নিপা, নাফিসা আফরোজ বর্ণ, বিলকিস বেগম, রত্না সিনহা, সাহিতাজ বারি সেজুতি, ফেরদৌসী বেগম, ইসমত আরা মঞ্জু।

উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে রয়েছেন- সাফিয়া খাতুন, মাহমুদা বেগম ক্রিক, পিনু খান, শাহিন লস্কর, অঞ্জলী সরকার, শরিফুল হাসান বিথী, হেলেনা ইয়াসমিন, নূর আফরোজ, হালিমা সরদার, শাহানাজ সরদার, বিলকিস জামান, কনা জব্বার, রানী সরকার লক্ষ্মী ও হোসনে আরা রানী।

শেয়ার করুন