যুক্তরাষ্ট্রে তিন বছরের শিশুর গুলিতে প্রাণ গেল ছোট বোনের

আন্তর্জাতিক ডেস্ক

বন্দুকযুদ্ধ
প্রতীকী ছবি

তিন বছরের শিশু বাড়িতে একটি পিস্তল (হ্যান্ডগান) খুঁজে পায়। সেটি নাড়াচাড়া করতে গিয়ে হঠাৎ গুলি বেরিয়ে যায়। গুলি গিয়ে লাগে এক বছর বয়সী বোনের শরীরে। এতে প্রাণ গেছে ছোট বোনের। এই ঘটনা ঘটেছে গতকাল সোমবার, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো কাউন্টিতে। স্থানীয় পুলিশ জানিয়েছে, গতকাল সকালে তিন বছর বয়সের ওই শিশুর কাছ থেকে ফোনকল পায় তারা।

পরে ঘটনাস্থলে গিয়ে তারা গুলির এই ঘটনা দেখতে পায়। দেখা যায়, তিন বছর বয়সী শিশুটি দুর্ঘটনাবশত পিস্তল থেকে গুলি ছুঁড়েছে। সেই গুলি লেগেছে শিশুর ছোট বোনের গায়ে। বাড়িতে পিস্তলটি অরক্ষিত পড়ে ছিল। ছোট শিশুর মাথায় গুলি লেগেছিল। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান দমকল বাহিনীর কর্মীরা। সেখানে সকাল সাড়ে ৮টার দিকে মারা যায় শিশুটি।

universel cardiac hospital

ওই দুই শিশুর নাম–পরিচয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়নি। খবর এনডিটিভির।

শেয়ার করুন