২০২২ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে আগামী মধ্য সেপ্টেম্বর শিক্ষাবৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবসীদের প্রাণের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা’।
রোববার (৩০ জুলাই) তোপখানা রোডস্থ মাহবুব প্লাজায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এসময় সভায় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলী ও সদস্যবৃন্দ।