ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ১৭৫৭ রোগী

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু রোগ শনাক্তকরণ কিট
ডেঙ্গু রোগ শনাক্তকরণ কিট। ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু কমছে না। ঢাকাতেই মৃত্যুর সংখ্যা বেশি। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে আটজন এবং ঢাকার বাইরে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৩। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়েছিল গত বছর।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৭৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮৯২ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন ৮৬৫ জন। এ বিজ্ঞপ্তিতে সরকারি ২টি ও বেসরকারি ১৪টি হাসপাতালের প্রতিবেদনে যুক্ত করা যায়নি বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

universel cardiac hospital

শেয়ার করুন