ডেঙ্গুতে মৃত্যু ১৩, ভর্তি ২৭৪২

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হলে করণীয়
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩৪০ জনের মৃত্যু হলো। তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। এ ছাড়া ঢাকার বাইরে রোগী ভর্তি সবচেয়ে বেশি। আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার ভেতরে ১১ জন এবং ঢাকার বাইরে ২ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৪২ জন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ২ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৭৪০ জন।

universel cardiac hospital

চলতি বছর এই রোগে ঢাকার হাসপাতালগুলোতে ২৬৯ জন এবং ঢাকার বাইরে ৭১ জন মারা গেছেন। চলতি আগস্ট মাসের ৮ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ৮৯ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৩৯৩ জন। তবে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে, গত জুলাইয়ে ২০৪ জনের। সেই মাসে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৩ হাজার ৮৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৭২ হাজার ২২৫ জন। তাদের মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৭২২ জন এবং ঢাকার বাইরে ৩৪ হাজার ৫০৩ জন। সারাদেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৯ হাজার ৪৬৩ জন।

শেয়ার করুন