ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

আজ সোমবার রাত ৮টা ৪৮ মিনিটে ঢাকায় এ কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান ও মিয়ানমারেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ভলকেনো ডিসকোভার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে ৭ কিলোমিটার দূরে আসাম ও মেঘালয়ে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শেয়ার করুন