তারা ছদ্মবেশী শকুন : জয়

মত ও পথ ডেস্ক

সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়। ফাইল ছবি

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত নয়, এমন কথা যারা বলে ‘তারা ছদ্মবেশী শকুন’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সোমবার রাত ১০টায় ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় ইনডেমনিটি আইন করা, দেশের বাইরে হওয়া কমিশনকে তদন্ত করতে দিতে না আসতে দেওয়া, খুনি রশীদকে জার্মানিতে, ডালিমকে স্পেনে, নূর চৌধুরীকে কানাডা ও রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে পুরষ্কার দেওয়া — এরপরও কেউ যদি বলেন জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও সুবিধাভোগী নয় তাহলে আসলে বুঝতে হবে তারা ছদ্মবেশী শকুন।’

universel cardiac hospital

আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। মানবসভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কলঙ্কিত বেদনাবিধুর এক দিন। ১৯৭৫ সালের এ দিনে প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

শেয়ার করুন