আদালতে বিএনপির নেতা আবু সাঈদের আবারও রিমান্ড মঞ্জুর

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। সংগৃহীত ছবি

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে একটি মামলায় ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে তাকে রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন চাইলে শুনানি শেষে আদালতের বিচারক শরিফুল ইসলাম একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

একই মামলায় রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকেও আজ আদালতে হাজির করা হয়। এ সময় রাজপাড়া থানা-পুলিশ তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। পরে আদালত তা মঞ্জুর করেন।

মামলার আসামিপক্ষের আইনজীবী শামসাদ বেগম মিতালী জানান, রাজপাড়া থানায় পুরোনো একটি মামলায় পুলিশ আবু সাইদ চাঁদের পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিল। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে গিয়ে গ্রেপ্তার শফিকুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন বিচারক।

আইনজীবী শামসাদ বেগম আরও বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্যের জেরে সারাদেশে অনেক মামলা হয়েছে। সেই মামলায় আবু সাঈদকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়েছে। আজকের মামলাটি সিটি করপোরেশন নির্বাচনের আগে করা। মামলায় অভিযোগ আনা হয়েছে, বিএনপির নেতা আবু সাঈদ ও শফিকুল হক সিটি নির্বাচন বানচালে নাশকতার পরিকল্পনা করেছিলেন।

শেয়ার করুন