দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪৩৫ জন মারা গেলেন। এর মধ্যে চলতি মাসেই ডেঙ্গুতে ১৮৪ জনের মৃত্যু হলো। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে ২ হাজার ১৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়াল ৯২ হাজার ২৪।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালে আর তিনজনের ঢাকার বাইরে। এ সময়ে নতুন করে ৮৩৪ রোগী ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৫ জন।
চলতি বছর সারাদেশে হাসপাতালে ভর্তি হওয়া ৯২ হাজার ২৪ রোগীর মধ্যে ঢাকায় ৪৫ হাজার ২৩০ জন ও ঢাকার বাইরে ৪৬ হাজার ৭৯৪ জন।