বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে জনগণের আস্থা অর্জন করেই জিততে হবে। জনগণের আস্থা নিয়েই সামনে যেতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর প্রতি সম্মান দেখানো হবে।
শনিবার দুপুরে (১৯ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শহরের দাতিয়ারা ওয়াপদা প্রাঙ্গণে বিদ্যুৎ শ্রমিক লীগ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বাংলাদেশে জাতীয় পতাকা বিরোধী লোকের সংখ্যা শতকরা পাঁচভাগের বেশি নয়। তাদেরকে বাদ দিয়েই আমাদের রাজনীতি করতে হবে। বঙ্গবন্ধুও তাদেরকে বাদ দিয়েই রাজনীতি করেছেন। আর কেউ যদি অন্য পথে যেতে চায় তাহলে খবর আছে।
আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার পাশে থাকারও আহ্বান জানান তিনি।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম, ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ -১ এর নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ- সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা জজ কোর্টের পিপি মাহবুবুল আলম খোকন, জেলা বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি মারুফুর রহমান মারুফসহ জেলা বিদ্যুৎ শ্রমিক লীগের নেতারা উপস্থিত ছিলেন।