রাজার ক্ষমায় সাজা কমল থাকসিনের

মত ও পথ ডেস্ক

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সাজার মেয়াদ আট বছর থেকে কমিয়ে এক বছর করা হয়েছে। সাজা কমিয়েছেন দেশটির রাজা মহা ভাজিরালংকর্ন। আজ শুক্রবার রাজপ্রাসাদ থেকে দেওয়া এক ঘোষণায় এ কথা জানানো হয়। দেড় দশক নির্বাসনে থেকে গত সপ্তাহে দেশে ফেরেন থাকসিন সিনাওয়াত্রা। দেশে ফেরার পর বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করা হয়। ৭৪ বছর বয়সী ধনকুবের সিনাওয়াত্রা বর্তমানে কারাবন্দী। খবর এএফপির।

সাজা কমানোর অনুরোধ জানিয়ে আবেদন করার একদিন পরই থাকসিনের ব্যাপারে এ সিদ্ধান্ত এলো। থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের দুবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি ক্ষমতা থেকে অপসারিত হন। ২০০৮ সালে দেশ ছেড়ে যান তিনি।

universel cardiac hospital

রাজপ্রাসাদ থেকে আজ এক রাজকীয় ঘোষণায় থাকসিনের সাজা কমানোর কথা জানানো হয়। তাতে বলে হয়, প্রধানমন্ত্রী হিসেবে জনগণের সেবা করার বিষয়টি বিবেচনায় নিয়ে রাজা মহা ভাজিরালংকর্ন তার সাজা কমিয়েছেন।

শেয়ার করুন