প্রিন্স হ্যারির জন্মে ‘হতাশ’ হয়েছিলেন রাজা তৃতীয় চার্লস

মত ও পথ ডেস্ক

প্রিন্স হ্যারি
প্রিন্স হ্যারি। ফাইল ছবি

দ্বিতীয় সন্তান প্রিন্স হ্যারির জন্মে হতাশ হয়েছিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। এ হতাশার কারণ ছিল, প্রিন্সেস ডায়ানা ও তার সংসারে কেন একটি মেয়ে এলো না, তা নিয়ে। প্রয়াত প্রিন্সেস ডায়ানার নতুন এক অডিওতে ব্রিটেনের তৎকালীন প্রিন্সের এই হতাশার কথা উঠে এসেছে। খবর সিএনএনের।

গত শতকের নব্বইয়ের দশকে একাধিক অডিও রেকর্ড করেছিলেন প্রিন্সেস ডায়ানা। ১৯৯৭ সালে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর আগে সেগুলো গোপনে লেখক অ্যান্ড্রু মর্টনের কাছে পৌঁছে দিয়েছিলেন। প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর ‘ডায়ানা: হার ট্রু স্টোরি—ইন হার ওন ওয়ার্ড’ নামে বই লেখেন মর্টন। গত ৩১ আগস্ট ডায়ানার মৃত্যুর ২৬ বছর পূর্ণ হয়েছে।

universel cardiac hospital

আগামী বছর ‘ডায়ানা: দ্য রেস্ট অব হার স্টোরি’ নামে একটি তথ্যচিত্র মুক্তি পাওয়ার কথা। সেখানে থাকা কিছু অডিও প্রথমবারের মতো সাধারণ মানুষের শোনার সুযোগ হয়েছে। সেসব অডিওর একটিতে প্রিন্স হ্যারির জন্মে তৎকালীন প্রিন্স চার্লসের হতাশার কথা প্রকাশ্যে এসেছে। এবিসি টেলিভিশনের সকালের অনুষ্ঠান ‘গুড মর্নিং আমেরিকা’র দর্শকেরা অডিও টেপগুলো শোনার সুযোগ পেয়েছেন।

শেয়ার করুন