মালয়েশিয়ায় অনুপ্রবেশ ২০, বাংলাদেশিসহ ৩৬ বিদেশি গ্রেপ্তার

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করায় ২০ বাংলাদেশিসহ ৩৬ বিদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। কেলান্তান থেকে একটি এক্সপ্রেস বাসে অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টা করেন তারা। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন, অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ।

৩০ আগস্ট টার্মিনাল বেরসেপাদু সেলাতান-বন্দর তাসিক সেলাতনে (টিবিএস) বিকেল সাড়ে ৪টায় একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে বিদেশি, ৩২ পুরুষ এবং চারজন নারী রয়েছেন।

গ্রেপ্তারদের মধ্যে ২০ জন বাংলাদেশি মিয়ানমারের ১২ জন পুরুষ এবং চারজন নারী রয়েছেন। তাদের ১৯ থেকে ৪৫ বছর। তারা বাস থেকে নামতে গিয়ে ধরা পড়ে এবং তাদের পাসপোর্টে কোনো বৈধ নিরাপত্তা স্ট্যাম্প ও বৈধ ভ্রমণ নথিও ছিল না। রোববার (৩ সেপ্টেম্বর) অভিবাসন বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে বলেছেন, ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে চেক করে দেখা গেছে, তাদের মধ্যে কয়েকজনকে অপরাধের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছিল।

পরিচালক যোগ করেছেন, অভিযান দলটি পূর্ব উপকূল এক্সপ্রেসওয়ে বরাবর অবৈধ অভিবাসীদের পাচারকারী তিনটি ভিন্ন বাস শনাক্ত করে। সিন্ডিকেটরা এই ধরনের অবৈধদের তাদের উৎপত্তি দেশ থেকে অবৈধ পদ্ধতি ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর মাধ্যমে পাচার করার জন্য জনপ্রতি ১০ হাজার রিঙ্গিত চার্জ করে এবং কর্তৃপক্ষকে এড়াতে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে, অবৈধভাবে কাজ করার জন্য তাদের সাধারণত পেনাং বা কুয়ালালামপুরে নিয়ে আসা হয়।

গ্রেপ্তাররা অভিবাসন আইন ১৯৫৬/৬৩ এর অধীনে অপরাধ করেছে বলে সন্দেহ করা হচ্ছে এবং আরও তদন্তের জন্য সিমুনিয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

শেয়ার করুন