সি দিল্লিতে জি–২০ সম্মেলনে আসছেন না, আনুষ্ঠানিক ঘোষণা চীনের

মত ও পথ ডেস্ক

চীনের প্রেডিডেন্ট সি চিন পিং ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় জি–২০ সম্মেলনে আসছেন না। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা নিংকে উদ্ধৃত করে ওই বিবৃতিতে বলা হয়, ভারত সরকারের আমন্ত্রণে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ১৮তম জি–২০ সম্মেলনে অংশ নেবেন। খবর এনডিটিভির।

৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই জানিয়ে দিয়েছেন, তিনি সম্মেলনে আসছেন না। তাঁর বদলে আসছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। জি–২০ সম্মেলনে চীনের প্রেসিডেন্টের অনুপস্থিতির কোনো কারণ অবশ্য বিবৃতিতে জানানো হয়নি।

universel cardiac hospital

তিনি চলতি সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠেয় দক্ষিণ–পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার দেশগুলোর আসিয়ানের সম্মেলনেও যোগ দিচ্ছেন না। দুই অনুষ্ঠানেই লি কিয়াং চীনের প্রতিনিধিত্ব করবেন।

শেয়ার করুন