জি-২০ শীর্ষ সম্মেলনে স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানালেন মোদি

মত ও পথ ডেস্ক

বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-২০-এর শীর্ষ সম্মেলন আজ শনিবার ভারতের দিল্লিতে শুরু হয়েছে। ‘ভারত মণ্ডপমে’ স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হয় এ শীর্ষ সম্মেলনের প্রথম সেশন—‘ওয়ান আর্থ’ বা ‘এক বিশ্ব’। দুই দিনব্যাপী এ সম্মেলন আগামীকাল রোববার শেষ হবে। খবর এনডিটিভির।

সম্মেলনে স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানান মোদি। আজ সম্মেলনের প্রথম সেশনে এ ব্যাপারে ঘোষণা দেন মোদি। আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ৫৫। আফ্রিকান ইউনিয়নকে জি–২০–এর সদস্য করার ঘোষণাকে করতালি দিয়ে স্বাগত জানান বিশ্বনেতারা।

universel cardiac hospital

জি–২০ সম্মেলনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর তিনি ‘বিশ্বব্যাপী বিরাজমান বিশ্বাসের ঘাটতি’ দূর করে বিশ্বাসের সম্পর্ক স্থাপনে সবার প্রতি আহ্বান জানান। সম্মেলনস্থলে মোদির টেবিলে ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ লেখা নেমপ্লেট রাখা রয়েছে।

শেয়ার করুন