সিলেটে ১২ দিনের ব্যবধানে আবার ভূকম্পন

সিলেট প্রতিনিধি

ভূমিকম্প
ফাইল ছবি

সিলেটে ১২ দিনের ব্যবধানে আবার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শনিবার বিকেল ৪টা ১৮ মিনিট ৩১ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। গত ১৪ ও ২৯ আগস্ট সিলেটে ভূকম্পন অনুভূত হয়। এ নিয়ে এক মাসের মধ্যে সিলেটে তৃতীয় দফা ভূকম্পন অনুভূত হলো। ওই দুই দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার মধ্যেই।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের আবহাওয়াবিদ রুবাঈয়্যাৎ কবীর। তিনি জানান, আজ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ২৬৩ কিলোমিটার। সিলেটে দফায় দফায় ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

universel cardiac hospital

শেয়ার করুন