মরক্কোতে ভূমিকম্পে প্রাণহানি হাজার ছাড়াল

মত ও পথ ডেস্ক

গত শুক্রবার মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কোর বিস্তীর্ণ জনপদ। শক্তিশালী এ ভূমিকম্পে ধসে পড়েছে শত শত ভবন। অনেকে মারা গেছেন, অনেকে আহত। আর বিধ্বস্ত বাড়িঘরের নিচে চাপা পড়েছেন বহু মানুষ। ভূমিকম্পে গতকাল শনিবার (বাংলাদেশ সময়) রাত ১১টা পর্যন্ত ১ হাজার ৩৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মরক্কোতে এযাবৎকালের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প ছিল এটি। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮। শক্তিশালী এ ভূমিকম্পে মারাকেশসহ মরক্কোর বিস্তীর্ণ জনপদ এক রকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দূরে এক পাহাড়ি এলাকায় উৎপত্তি ভূমিকম্পটির। মারাকেশ ছাড়াও পার্শ্ববর্তী উপকূলীয় তিন শহর রাবাত, কাসাব্লাঙ্কা ও এসাওরিয়া ভূমিকম্পে ভীষণভাবে কেঁপে ওঠে।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবশেষ দেওয়া ভূমিকম্পে হতাহত ব্যক্তিদের হালনাগাদ হিসাবে দেখা যায়, ভূমিকম্পে ১ হাজার ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ২০৪ জন। তাদের মধ্যে ৭২১ জনের অবস্থা সংকটাপন্ন।

শেয়ার করুন