চীন সফরে গেলেন মাদুরো

মত ও পথ ডেস্ক

নিকোলাস মাদুরো
নিকোলাস মাদুরো- ফাইল ছবি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গতকাল মঙ্গলবার চীনের বেইজিংয়ে পৌঁছেছেন। বেইজিংয়ে অবস্থানকালে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর রয়টার্সের।

সরকারি চীনা সম্প্রচার কেন্দ্র সিজিটিএন টেলিভিশনের ফুটেজে মাদুরো ও তাঁর স্ত্রীকে বেইজিংয়ের একটি রেলস্টেশনে নামতে দেখা গেছে। সেখানে শিশুরা ফুল দিয়ে তাঁদেরকে স্বাগত জানায়।

universel cardiac hospital

খবরে বলা হয়, দ্রুতগতির একটি ট্রেনে চড়ে চীনের রাজধানী বেইজিংয়ে যাওয়ার সময় মাদুরো ভেনেজুয়েলার টেলিভিশনে প্রচারিত এক বার্তায় দুই দেশের শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করেন।

টেলিভিশনে প্রচার করা ওই বার্তায় মাদুরো বলেন, আমাদের ভাই প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে এবং গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছাতে আমরা চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে একটি ট্রেনে রওনা হচ্ছি। ২০১৮ সালের পর চীনে এটি মাদুরোর প্রথম রাষ্ট্রীয় সফর। তিনি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সেখানে অবস্থান করবেন।

শেয়ার করুন