‘প্রগতিশীল ইসলামী জোট’ নামে একটি রাজনৈতিক মোর্চা আত্মপ্রকাশ করেছে। ১৫–দলীয় এই জোটের চেয়ারম্যান ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। বুধবার সকালে নতুন গঠিত জোটের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়। এম এ আউয়াল বলেন, সংবিধানসম্মত উপায়ে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা অবিলম্বে নির্বাচন কমিশনকে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানাই। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে প্রগতিশীল ইসলামি ও সমমনা দলগুলো সম্মিলিতভাবে দেশি-বিদেশি চক্রান্ত রুখে দিতে প্রস্তুত।
নতুন এই জোটভুক্ত দলগুলো হলো- ইসলামী গণতান্ত্রিক পার্টি, নেজামে ইসলাম, গণ আজাদী লীগ, তরীকত ফ্রন্ট, ডেমোক্রেটিক পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ, জনমত পার্টি, জাতীয়তাবাদী জনতা দল (বিএনজেপি), ইসলামী লিবারেল পার্টি, জনতার কথা বলে, স্বাধীন পার্টি, গণতন্ত্র মানবিক পার্টি, সাধারণ ঐক্য আন্দোলন, ইসলামিক গণতান্ত্রিক লীগ ও ইসলামিক ডেমোক্রেটিক ফোরাম। তবে এই ১৫ দলের কোনোটিরই রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন নেই।