রিপাবলিকানরা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়: বাইডেন

মত ও পথ ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রিপাবলিকানরা তাঁর সরকারকে ক্ষমতা থেকে সরাতে চায়। এ জন্য তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে অভিশংসন তদন্ত শুরুর সমালোচনা করার পর স্থানীয় সময় গতকাল বুধবার বাইডেন এই মন্তব্য করলেন। খবর রয়টার্সের।

বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর উদ্যোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

universel cardiac hospital

ভার্জিনিয়ায় ডেমোক্র্যাটিক দলের তহবিল জোগানদাতাদের এক অনুষ্ঠানে বাইডেন বলেন, তারা (রিপাবলিকানরা) কেন এই উদ্যোগ নিয়েছে, আমি জানি না। শুধু জানি, তারা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়। আমার সরকারকে ক্ষমতা থেকে সরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বাইডেন আরও বলেন, অভিশংসন তদন্তের প্রতি আমার মনোযোগ নেই। আমি প্রতিদিন সকালে উঠি, অভিশংসন তদন্তে মনোযোগ দিই না। কারণ, আমার আরও অনেক কাজ আছে।

শেয়ার করুন