তাইওয়ানের চারপাশ ঘিরে চীনের ৫৫টি যুদ্ধবিমান

মত ও পথ ডেস্ক

তাইওয়ানের চারপাশে একদিনে চীনের ৫৫টি যুদ্ধবিমান দেখা গেছে। স্বশাসিত দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়ে চীনকে এ ধরনের ‘উসকানিমূলক কর্মকাণ্ড’ বন্ধ করার আহ্বান জানিয়েছে। গত রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাইওয়ানের চারপাশে চীনের ১০৩টি যুদ্ধবিমান উড়ে যাওয়ার পর নতুন করে আরও অনেক যুদ্ধবিমান শনাক্ত হয়। খবর এএফপির।

মন্ত্রণালয় জানায়, এমনকি সোমবার থেকে মমঙ্গলবার সকাল পর্যন্ত তাইওয়ানকে ঘিরে ৫৫টি যুদ্ধবিমান উড়ে গেছে। পাশাপাশি সাতটি যুদ্ধজাহাজ দেখা গেছে। তাইওয়ান নিজেদের স্বাধীন দেশ হিসেবে দাবি করে। এই ভূখণ্ডের সবকিছু থাকার পরও জাতিসংঘের স্বীকৃতি নেই। আর চীন এই এলাকাকে নিজেদের অংশ মনে করে। চীনের কেন্দ্রীয় সরকারের ভাষ্য, প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করে এই ভূখণ্ডকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা হবে।

universel cardiac hospital

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, চীনের এই ‘উসকানিমূলক কর্মকাণ্ড’ ‘আঞ্চলিক নিরাপত্তার অবনতি ঘটানোর পাশাপাশি উত্তেজনা বাড়াবে’।

শেয়ার করুন