ভিসা নীতি বা বিএনপির আন্দোলন কোনো চ্যালেঞ্জ নয়: মেনন

নিজস্ব প্রতিবেদক

রাশেদ খান মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ভিসা নীতি বা বিএনপির আন্দোলন কোনো চ্যালেঞ্জ নয়। এই মুহূর্তের চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো, দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা। ‘রুখো আমেরিকা, রুখো বিএনপি-জামায়াত’ নামের দুই সপ্তাহের কর্মসূচির সমাপ্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন মেনন। আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হয়। এর আয়োজন করে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

সমাবেশে রাশেদ খান মেনন বলেন, ডেঙ্গুর বিস্তার রোধের জন্য এখন মনোযোগ দিতে হবে। এটা করা গেলে জনগণের মধ্যে যে পরিমাণ অসন্তোষ রয়েছে, সেটা দূর হয়ে যাবে। জনগণই নিজ দায়িত্বে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে। সেই লক্ষ্যেই সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

মেনন বলেন, মার্কিনদের মুখে মানবাধিকারের কথা শোভা পায় না। ওরা অন্য দেশের নির্বাচন নিয়ে মাতব্বরি করছে; কিন্তু নিজের দেশের অবস্থা টলমল। বাংলাদেশের জনগণই বাংলাদেশের নির্বাচন নির্ধারণ করবে। তিনি দ্রব্যমূল্য রোধে টিসিবির সরবরাহ বৃদ্ধির কথা বলেন।

শেয়ার করুন