জার্মানিতে এই মুহূর্তে শরণার্থী অনেক বেশি: ওলাফ শলৎজ

মত ও পথ ডেস্ক

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। ছবি : ইন্টারনেট

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ দেশের রাজ্যগুলোকে শরণার্থী মোকাবিলায় সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি চালু করেছে বার্লিন।

আজ শনিবার জার্মান ব্রডকাস্ট নেটওয়ার্ক রেডাকসিওননেটভের্ক ডয়চেল্যান্ডে প্রকাশিত এক সাক্ষাৎকারে জার্মান চ্যান্সেলর বলেছেন, বার্লিন কঠোর সীমান্ত নিয়ন্ত্রণের মাধ্যমে অনিয়মিত অভিবাসন আটকাতে চায়। খবর ডয়চে ভেলের।

জার্মানিতে অভিবাসন নীতি নিয়ে অসন্তোষ বেড়েই চলেছে। সম্প্রতি পোল্যান্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ নিয়ে ভিসা দেওয়ার অভিযোগ ওঠে। পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসার বিনিময়ে কর্মকর্তাদের ঘুষ নেওয়ার দাবি প্রত্যাখ্যান করে। কিন্তু ওয়ারশ থেকে আসা ব্যাখ্যায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সন্তুষ্ট নয়। এরপরই শলৎজের এ মন্তব্য তাৎপর্যপূর্ণ।

চ্যান্সেলর বলেন, এই মুহূর্তে জার্মানিতে আসতে চাওয়া শরণার্থীর সংখ্যা অনেক বেশি। ৭০ শতাংশেরও বেশি শরণার্থীর আগে কোনো নিবন্ধন হয়নি। তারা প্রায় সবাই ইইউয়ের অন্যান্য দেশে ছিল।

শেয়ার করুন