দেশের রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মুজিব’

বিনোদন প্রতিবেদক

শুটিং শেষে একটাই জিজ্ঞাসা ছিল, কবে মুক্তি পাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে। মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে ছবিটির। মুক্তির আগে আজ রোববার ঢাকার একটি পাঁচতারা হোটেলে ছবিটির নতুন পোস্টার ও ট্রেলার প্রকাশিত হয়। অনুষ্ঠানে জানানো হয়, ১৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি এই চলচ্চিত্র। তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি ছবিটির নতুন পোস্টার ও ট্রেলার প্রকাশ করেছেন।

জানা গেছে, দেশে রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘মুজিব’ ছবিটি। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সসহ বাংলাদেশের ১৫৩ প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সাধারণত ঈদ উৎসব ছাড়া অন্য সময়ে একসঙ্গে এতগুলো প্রেক্ষাগৃহে ছবি মুক্তি গেল কয়েক বছরে দেখা যায়নি। চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এটি সত্যিই আশার খবর।

universel cardiac hospital

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশের পর ভারতসহ বিশ্বব্যাপী ২৭ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। দেশের বাইরের পরিবেশক প্রতিষ্ঠান তেমনটিই জানিয়েছে।

সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ জানান, চলচ্চিত্রটি ইতিহাসের দলিল হয়ে থাকবে। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্র পরবর্তী সময়ে ভারতসহ পৃথিবীর অন্যান্য দেশে মুক্তি পাবে। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্যসচিব হুমায়ুন কবীর খোন্দকার, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, তথ্য কমিশনার আব্দুল মালেক, চলচ্চিত্রটির লাইন প্রডিউসার সতীষ শর্মা।

ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (হোসেন শহীদ সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান) ও জায়েদ খান (টিক্কা খান)।

২০১৯ সালে সিনেমাটির কাজ শুরু হয়। চলতি বছরের ৩১ জুলাই ছবিটি বাংলাদেশে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে চলচ্চিত্রটির প্রথম ধাপের শুটিং শুরু হয়। এতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। ‘মুজিব’ ছবিতে ‘অচিন মাঝি’ শিরোনামে একটি গান লিখেছেন জাহিদ আকবর, সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র।

শেয়ার করুন