ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১১শ’ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হলে করণীয়
ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১১ শ ছাড়াল। আর চলতি মাসের প্রথম ১০ দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২০।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় ৯ জন এবং ঢাকার বাইরে ৪ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১০৯ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বর নিয়ে ২ হাজার ৫৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

universel cardiac hospital

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৭৭৯ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৮৯ হাজার ৪৬০ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৩৯ হাজার ৩১৯ জন।

শেয়ার করুন