যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত জিম্মিদের নিয়ে সমঝোতা হবে না: হামাস

মত ও পথ ডেস্ক

চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েল থেকে ধরে এনে জিম্মি করা ব্যক্তিদের নিয়ে কোনো সমঝোতা করবে না হামাস। ফিলিস্তিনের সশস্ত্র এই গোষ্ঠীর রাজনীতি শাখার প্রধান ইসমাইল হানিয়ে মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।

ইসমাইল হানিয়ে বলেছেন, প্রতিরোধযোদ্ধাদের আটক করা শত্রুপক্ষের বন্দীদের বিষয়ে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, তাদের সবপক্ষকে আমরা বলেছি, এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই ফাইল খুলবে না।

universel cardiac hospital

ইসমাইল আরও বলেছেন, জিম্মি করা ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে এমন কিছুর বিনিময়ে, যেটা প্রতিরোধযোদ্ধাদের কাছে গ্রহণযোগ্য হবে।

গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েল কয়েক হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ভূখণ্ডে ঢুকে নিরস্ত্র ব্যক্তিদের ওপর গুলিবর্ষণ করে ব্যাপক হত্যাযজ্ঞ চালান। ইসরায়েলে তাদের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। ব্যাপক হত্যাযজ্ঞের পাশাপাশি অস্ত্রের মুখে জিম্মি করে অনেককে ধরে নিয়ে আসেন হামাসের যোদ্ধারা। আগে ধারণা করা হয়েছিল, জিম্মি করা ব্যক্তির সংখ্যা কয়েক ডজন বা ১০০–এর কাছাকাছি হতে পারে।

শেয়ার করুন